কিছু অ্যাপ এর ফ্লটিং ফিচার আছে । যেমন ধরুন ফেসবুক ম্যাসেন্জার এর কিংবা কিছু স্ক্রিন রেকডার এর । তো এই অ্যাপ গুলো অন্য সব অ্যাপ থেকেও টপ এ থাকতে চায় বলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সেটাকে অটো না করে আপনার কাছে অনুমতি চায় ।
এবার আপনার ইচ্ছা হলে আপনি সেই ধরনের অ্যাপ গুলোকে অনুমতি দিতে পারেন আবার না চাইলে দিলেন না । ফিচার টি শুরু হয়েছে ।
Display over other apps ফিচার টি গুগল চালু করেছে Android Marshmallow থেকে। কিন্তু কিছু কিছু অ্যাপ এর উপর অন্য অ্যাপ চললে সেগুলো আবার কাজ করেনা । সেজন্য গুগল Android Oreo থেকে ব্যবহার কারির অনুমতি নেয়া শুরু করলো । আপনি চাইলে অনুমতি দিবেন , আর না চাইলে দিবেন না ।