Cycas – এর প্রধান মূল থাকে। প্রধান মূল থেকে ছোট ছোট শাখা মূল সৃষ্টি হয়ে মাটির উপরে চলে আসে ও ক্রমাগত দ্বগ্রভাবে শাখান্বিত হতে থাকে । এ অবস্থায় এরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে শীর্ষদেশ স্ফীত হয় । এ সময় মূলের অভ্যন্তরে Nostoc , Anabaena নামক সায়ানােব্যাকটেরিয়া মূলে প্রবেশ করে । মিথোজীবী সায়ানোব্যাক্টেরিয়ারারা নাইট্রোজেন সংবদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে গাছের জন্য উপকারী এমিনো এসিড তৈরী করে থাকে।
ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে সমুদ্রের প্রবাল বা কোরালের আকৃতি ধারণ করে । আকৃতিগত কারণে এদের কোরালয়েড মূল বলে ।
2 Answers
Your Answer