ব্ল্যাক উইডো কি?

প্রশ্ন উত্তরCategory: Questionsব্ল্যাক উইডো কি?
Ratan asked 3 years ago

এটি নিয়ে একটি সিনেমাও হয়েছে মার্ভেল এর । আর উইডো মানে তো বিধবা । কিন্তু ব্ল্যাক উইডো কি


1 Answers
Shariar answered 3 years ago

Black Widow (ব্লাক উইডো) নামে Marvel Studio এ মুভি তৈরি হয়েছে  ২০২১ সালে এবং এই মুভিতে ব্ল্যাক উইডো হল একটি কাল্পনিক চরিত্র ।


তবে Black Widow Latrodectus প্রজাতির এক প্রকারের মাকড়সা ও ।এই প্রজাতির স্ত্রী মাকড়সা রা তাদের পুরুষ সঙ্গির সাথে মিলিত হবার পর খেয়ে ফেলে এবং এই কারনেই এই প্রজাতির মাকড়সা দের  Widow Spiders বা বিধবা মাকড়সা বলা হয় । এবং এদের রং কালচে হয়ওয়ায় এরা Black Widow Spiders নামেও পরিচিত ।

ব্ল্যাক উইডো স্পাইডার

black widow spider

black widow spider

আর Black Widow Spiders  এর এই সভাবের জন্য পুরুষ মাকড়সারা মিলিত হবার আগে দেখে নেয় যে স্ত্রী মাকড়সাটি কিছু খেয়ে নিয়েছে কিনা । অর্থাৎ ক্ষুধার্ত স্ত্রী মাকড়সার পাল্লায় পড়লে পুরুষ মাকড়সা শেষ ।

স্ত্রী মাকড়সাটি পুরুষটি তুলনায় বেশ বড়  হয় । এবং এরা বিষাক্ত। এই প্রজাতিকে সাধারনত North America তে পাওয়া যায় । সাধারনত অন্ধকার জায়গা বিশেস করে বেজমেন্ট এ এরা জাল বোনে এবং মোশা বা মথ খায় ।

Your Answer

20 + 7 =

error: Content is protected !!