Icc Profile

MD.HABIBUR RAHMAN asked 3 years ago

Icc Profile কি বা কাকে বলে ? এটি কোথায় ব্যবহার করা হয় ?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 3 years ago

যদিও ICC বলতে International Cricket Council কে বোঝায়, কিন্তু ICC profile এর ধারনা টা অন্য । ICC profile আসলে কালার মেনেজমেন্ট এর সাথে জড়িত । এখানে ICC  = International Color Consortium বোঝা।


তাহলে বলা যায় ICC Profile হলো
কালার মেনেজমেন্টে ডাটার একটি সেট যা ইন্টারন্যাশনাল কালার কনসোর্টিয়াম (ICC) দ্বারা প্রবর্তিত মান অনুসারে একটি কালার ইনপুট, বা একটি আউটপুট ডিভাইস অথবা একটি রংএর স্থান চিহ্নিত করে।

এটি সাধারনত ডিসপ্লে ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং ডিসপ্লে ডিভাইস, যেমন মনিটর বা মোবাইল স্ক্রিনের কালার সেটিং এও আজকার আইসিসি প্রফাইল ব্যবহার হয়।

আরো বিস্তারিত পেতে দেখে নিতে পারেন Wikipedia

Your Answer

4 + 12 =

error: Content is protected !!