এক্সেলে বাংলা নাম্বার কীভাবে যোগ করব?

প্রশ্ন উত্তরCategory: সাধারণএক্সেলে বাংলা নাম্বার কীভাবে যোগ করব?
Saeed Al Hasan asked 2 years ago

আসসালামু আলাইকুম। আমাদের মাদরাসার রেজাল্ট আমরা এক্সেলে বাংলায় প্রকাশ করি। তো সকল নাম্বার বাংলা ইউনিকোডে টাইপ করা হয়। কিন্তু আপনি লক্ষ করলে দেখবেন, এক্সেল শুধু ইংরেজি নাম্বার যোগ করতে পারে। বাংলা নয়। এখন বাংলা নাম্বার কাউন্ট করবার মত কোন সিস্টেম কি আছে? 
https://ibb.co/Fbks851
পিক


4 Answers
Afrida answered 2 years ago

বাংলা সংখ্যা গুল যদি ইউনিকোড বাংলা তে ( যেমন অভ্র কি বর্ড দিয়ে)  লেখেন, তাহলে এক্সেল এর সাভাবিক যোগ এর নিয়মেই হবে।


Saeed Al Hasan answered 2 years ago

কিন্তু আপনি স্ক্রিনশট খেয়াল করলে দেখবেন ইউনিকোড নাম্বারগুলো কাউন্ট হচ্ছে না। ১ম লাইনের মোট নাম্বার এর জায়গায় দেখেন 0 লেখা। একদম উপরে বাম দিকে সূত্র (=SUM(D5:J5)) দেখা যাচ্ছে কিন্তু কাউন্ট হচ্ছে না। ইংরেজি নাম্বার বসালেই শুধু কাউন্ট হয়। https://ibb.co/5YQNy1b


Md Shariar Sarkar Staff answered 2 years ago

যদি সম্ভব হয়, তাহলে আপনার এক্সেল ফাইল টি আমাদের সাথে শেয়ার করুন @ https://kivabe.com/feedback-or-issue-form/
আমরা দেখে আপনাকে সলুশন দেবার চেষ্টা করবো ।


Saeed Al Hasan answered 2 years ago

ধন্যবাদ। এই যে ফাইলটির লিংক.  https://docs.google.com/spreadsheets/d/1Uv6jD4YNkfaTeKCwBnKkpgvyqAESC3qBFRpUXLdM_9s/edit?usp=sharing
আমি পাশাপাশি উপরোক্ত ফর্মের মাধ্যমেও ফাইলটি সেন্ড করব ইনশাআল্লাহ। 


Your Answer

10 + 16 =

error: Content is protected !!