কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড শিখবো – এম এস ওয়ার্ড টিউটোরিয়াল
মাইক্রোসফট ওয়ার্ড ( সংক্ষেপে এম এস ওয়ার্ড ) মাইক্রোসফট করপরেশনের একটি প্রোগ্রাম, যা ডকুমেন্ট লিখার কাজে মোটামুটি সবাই ব্যবহার করে থাকে । আমরা কিভাবে.কম সইটে প্রাথমিক ভাবে এম এস ওয়ার্ড সহ অন্যান্য অফিস প্রোগ্রামের টিউটোরিয়াল গুল দিচ্ছি । মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের সবগুলো টিউটোরিয়াল পেতে ভিজিট করুন অফিস প্রোগ্রাম MS Word টিউটোরিয়াল লিস্ট যেখানে আমরা সাজিয়েছি ধারাবাহিক ভাবে সম্ভাব্য সবকয়টি বিষয় ।
আসলে কোন কিছু শেখার ক্ষেত্রে অনুশীলনের বিকল্প নেই, আপনি যতো অনুশীলন করবেন ততই আপনার কাছে বিষয়গুলো সহজ হবে । কথায় বলে Practice makes a man perfect. তাই যতটা সম্ভব প্র্যাকটিস করে যান । আমরা আমাদের অনেক টিউটোরিয়ালই ভিডিওতে রুপান্তর করছি এবং এই সাইটেই সেগুলো যোগ করা হচ্ছে ।
আমরা আলোচনায় রেখেছি MS Word এ ওয়ার্ড খোজা, রিপ্লেস করা, ওয়ার্ড ডকুমেন্টে ছবি নেয়া, সেই ছবিকে বিভিন্য ফরমেটে সাজানো, Text box এর ব্যবহার, টেবিল, ট্যাব, বুলেটস, নাম্বারিং করার নিয়ম, হেডার ফুটার দেয়া সহ আরও অনেক কিছু । এখানেই কিছু গুরুত্বপুর্ণ টিউটোরিয়ালের লিংক দিয়ে দিয়াম ।
Microsoft Word 2010 এ অনুসন্ধান করা
Word প্রতিস্থাপন (Replace) করার Command
MS Word এ Picture Insert এবং Formatting এর ব্যবহার
Spelling and Grammar এর ব্যবহার
MS Word 2010 এ Drop Cap এর ব্যবহার
MS Word এ Table এর ব্যবহার
MS Word এ Superscript ও Subscript এর ব্যবহার
ওয়ার্ড ডকুমেন্টে Symbol এর ব্যবহার
মাইক্রোসফ্ট ওয়ার্ডে Page Number এর ব্যবহার
MS Word এ Zoom এর ব্যবহার
MS Word এ Ruler – Scale এর ব্যবহার
MS Word এ Bullets ও Numbering এর ব্যবহার
MS Word এ Text Alignment এর ব্যবহার
Font, Font Size, Font Color, Underline, Bold ও Italic এর ব্যবহার
Word Art – ওয়ার্ড আর্ট এর ব্যবহার
অফিস 2010 এ টেক্সট বক্স এর ব্যবহার
সবগুলো টিউটোরিয়াল পেতে ভিজিট করুন অফিস প্রোগ্রাম MS Word টিউটোরিয়াল লিস্ট যেখানে আমরা সাজিয়েছি ধারাবাহিক ভাবে সম্ভাব্য সবকয়টি বিষয়।
এর পরও আপনাদের যদি অন্য কোন বিষয জানার থাকে, কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। আমরা এম এস ওয়ার্ড এর সেই সব বিষয়গুলো নিয়েও সবিস্তারে আলোচনা করবো ।
ধন্যবাদ এম এস ওয়ার্ড এ এই টিউটোরিয়াল গুলো দেবার জন্য । আমার শিখতে বেশ শুবিধা হয়েছে । আরো টিউটোরিয়াল চাই
🙂 সাথেই থাকুন, আমরা আমাদের পক্ষ থেকে চেস্টা করে যাচ্ছি 🙂
nice and effective thing and helpful to someone