বাস টপোলজি (Bus Topology):
যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকয়টি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। বাস টপোলজির মেইন তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)। সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধু প্রাপক কম্পিউটার সিগন্যাল গ্রহন করে, অন্য সব কম্পিউটার একে অগ্রাহ্য করে। এ টপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার সহজ, সাশ্রয়ী এবং বিশ্বস্ত। এ সংগঠনে কোন কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যায় না।
বাস টপোলজির সুবিধা (Advantages of Bus Topology)
- ছোট আকারের নেটওয়ার্কে এ টপোলজি ব্যবহার সহজ ও সাশ্রয়ী।
- এতে খুব কম ক্যাবল প্রয়োজন হয়, ফলে খরচও কম।
- দরকার হলে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ক ব্যাকবোন প্রসারিত করা যায়।
- এই সংগঠনে কোন কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম নষ্ট হয় না।
- এতে কোন কম্পিউটার বা যন্ত্রপাতি যোগ করলে বা সরিয়ে নিলেও পুরো নেটওয়ার্কের কার্যক্রম অব্যাহত থাকে।
বাস টপোলজির অসুবিধা (Disadvantages of Bus Topology)
- নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা অনেক বেশি হলে ডেটা ট্রান্সমিশন ব্যাঘাত ঘটে।
- মূল ক্যাবলের মাত্র একটি স্থানে সৃষ্টিকৃত ত্রুটি পুরো নেটওয়ার্ককে অচল করে দিতে পারে।
- নেটওয়ার্কে তৈরি সমস্যা নির্ণয় অপেক্ষাকৃত অনেক বেশি জটিল।
- ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে গতি অনেকটা কম।