যশোর জেলার নামকরণঃ
যশোর জেলার নামকরণ নিয়ে অনেকের মধ্যে মতপার্থক্য রয়েছে। কারও মতে, যশোর শব্দ যশোহর এর অপভ্রংশ, যা যশ হরণ করে তাই যশোহর। এর অর্থ হলো- যশোর শব্দের অর্থ পরের যশ হরণকারী যশস্বী ব্যক্তি বা প্রতিষ্ঠান। রাজা বসন্ত রায় এবং তার ভাই বিক্রমাদিত্য বাংলার রাজধানী গৌড়ের যশ হরণ করে যশস্বী হয়েছিলেন বিধায় এ জেলার নামকরণ করা হয় যশোহর বা যশোর। আবার অনেকের অভিমত, ঐ এলাকায় যশোরেশ্বরী নামে মন্দির রয়েছে। মূলত ঐ মন্দিরের নামানুসারে যশোর নামের উৎপত্তি। কিছু কিছু ব্যক্তিদের মতে, খান জাহান আলী ভৈরব নদী পার হওয়ার সময় বাঁশের সাঁকো নির্মাণ করে মুরলীতে আগমন করেন এবং বাঁশের সাঁকো (জসর) হতে যশোর নামে উৎপত্তি।