ফালুদা বানানোর রেসিপি সহজ নিয়ম Falooda Recipe
আজ কাল যে গরম পড়েছে তাতে ঠাণ্ডা কিছু রেসিপি প্রয়োজনটা নতুন করে বলার কিছু নেই। তেমনি একটি ঠাণ্ডা ডেসার্ট হল ফালুদা। সাধারনত ফালুদা আমরা বাহিরে খেয়ে থাকি। তবে আপনি খুব সহজে বাড়িতে বানিয়ে সবাই কে চমকিয়ে দিয়ে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ফালুদা বানানোর সহজ রেসিপিঃ-
ফালুদা বানানোর রেসিপি ( Falooda Recipe )
ফালুদার উপকরণ
- সাবু দানা আড়াই শ গ্রাম । সাবু দানা অনেকের কাছেই অপরিচিত হওয়ায় এর একটি ছবি নিচে দিলাম
- নুডুলস, কোকোলা প্যাকেট এর অর্ধেক বাঅন্য কোন নুডুলস পরিমান মতো
- চিনি প্রয়োজন মত
- দুধ ১ লিটার
- সাদা এলাচ (অনেকে সাদা ফলও বলে ) ৩-৪ টি
- ভ্যানিলা এসেন্স ১ চা চামুচ ( যেকোন কনফেকশনারি – র দোকানে পাবার কথা )
- বিভিন্ন ফল যেমন আঙ্গুর, দালিম বা বেদেনা, আপেল, চেরিফল ।
- আইস ক্রিম
- রূহ আফজা
ফালুদা প্রস্তুতু প্রনালিঃ
প্রথমে একটি পাত্রে ১ লিটার দুধ জ্বাল দিয়ে দিয়ে কমিয়ে ৩ পোয়া মতা করে নিন যাতে করে দুধ ঘন হয়। এর পর আলাদা একটি পাত্রে নুডুলস ও সাবুদানা আলাদা করে সিদ্ধ করে নিন। এরপর কমিয়ে নেওয়া ঘন দুধে সাদা এলাচ, চিনি, সাবুদানা ও নুডুলস দিয়ে অবিরত নাড়তে থাকুন । এরপর মিশ্রণ টি একটু ঘন হয়ে এলে চুলো থেকে নামিয়ে নিন। এবার এটি ঠাণ্ডা হওয়া পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রাতেই রাখুন এবং এরপর ৩-৪ ঘণ্টা ফ্রিজে রাখুন।
অপরদিকে কিছু ফল কিউব করে কেটে নিন। আসলে ফল টা ঐচ্ছিক । আপনি বাদ ও দিতে পারেন। তবে আমার ভাল লাগে। আর ফল নিয়ে আমার আরও একটি রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন কিভাবে ফ্রুট কাস্টার্ড বানাবেন
এখন ফালুদা সাজিয়ে পরিবেশন করার জন্য প্রথমে একটি বাটি নিন। এতে প্রথমে সাদুদানা ও নুডুলস এর মিশ্রণ টি এক চামুচ দিন, তার উপরে কিছু ফল, তার উপরে আইসক্রিম এবং তার উপরে রূহ আফজা দিন। এভাবে তিনটি স্তর সাজান। তৈরি হয়ে গেল খুব পপুলার ডেসার্ট ফালুদা।
আর দেরি কেন? এবার পরিবেশন করুন বাড়াতে বানাবো মজাদার ফালুদা 🙂 সবায় ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোন মজাদার রেসিপি নিয়ে ।
Vanilla essence er kaj ta bollen na.
ভেনিলা এসেন্স ব্যবহার করা হয় গন্ধ আনার জন্য ।