ডাটাবেজ সফটওয়্যার কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিডাটাবেজ সফটওয়্যার কি?
Mona asked 7 years ago

আমি ডাটাবেজ সফটওয়্যার কি এই সর্ম্পকে জানতে চাই


2 Answers
Imran Hossain answered 7 years ago

ডাটাবেজ সফটওয়্যার কি?

ডাটাবেজ  (Database ) অর্থ  তথ্য ভান্ডার যেখানে অনেক তথ্য জমা থাকে । আর যে সফটওয়্যার এর সাহায্যে কোন ডেটা কে সংরক্ষণ করে এবং প্রয়োজন অনুসারে ঐ ডেটা গুলোকে কাজে ব্যবহার  করা যায়, তাকেই ডেটাবেজ সফটওয়্যার বলে।


বেশ কিছু ডাটাবেজ সফটওয়্যার এর নাম

ডাটাবেজ বা ডেটাবেজ সফটওয়্যার  অনেক গুলো আছে । তার মধ্যে পরিচিত এবং বহুল ব্যবহৃত ডেটাবেজ সফটওয়্যার গুলো হল

  • ওরাকল (Oracle )
  • মাইএসকিউএল (MySQL)
  • ফায়ারবার্ড (Firrbird)
  • মারিয়া ডিবি (MariaDB)
  • মাইক্রোসফ্ট এক্সেস (Microsoft Access বা MS Access)

এছাড়াও আরো বেশ কিছু ডেটাবেজ সফটওয়্যার  আছে

Fardin answered 2 years ago

এম এক্স এক্সেল


Your Answer

17 + 10 =

error: Content is protected !!