বাংলাদেশী পাসপোর্ট করার নিয়ম সর্ম্পকে জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: সাধারণবাংলাদেশী পাসপোর্ট করার নিয়ম সর্ম্পকে জানতে চাই
বাছেদ asked 7 years ago

আমি একটি পাসপোর্ট করতে চাচ্ছে, কিন্তু কিভাবে পাসপোর্ট করে হয় তা আমি জানি না।


2 Answers
Imran Hossain answered 7 years ago

সাধারণত দুই ভাবে পাসপোর্টের করা যায়,


  1. ইজেন্সির মাধ্যেমে
  2. অনলাইনের মাধ্যেমে

 
ইজেন্সির মাধ্যেমে পাসপোর্ট করার নিয়ম
আপনি ইজেন্সির মাধ্যেমে পাসপোর্ট করতে চাইলে, সারাসরি আপনাকে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।সেখানে প্রয়োজনীয় কাজপত্র সাথে নিয়ে যেতে হবে। যেমনঃ
প্রথমে পাসপোর্ট অফিস থেকে আপনি ফরম সংগ্রহ করুন। সেখানে আপনাকে মোট তিনটি ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করার পর প্রতিটি ফমরে নিজের ছবি লাগিয়ে নিন। যে ছবিগুলো ফরমে ব্যবহার করবেন সেগুলো প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়ন করে নিতে হবে।  সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম সনদের ফটোকপি লাগবে।
এরপর নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

  • এক মাসের মধ্যে পাসপোর্ট নিতে চাইলে 300 হাজার টাকা
  • এবং ইমার্জিন্সি পাসপোর্ট নিতে চাইলে 6000 টাকা জমা দিতে হবে।

টাকা জমা দেওয়ার পর রশিদ নিয়ে পাসপোর্ট অফিসে যান।
অনলাইনে পাসপোর্ট করার নিয়ম
 
অনলাইনে পাসপোর্ট ফরম আবেদনের জন্য প্রথমে আপনি পাসপোর্ট অফিস ওয়েব সাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটে লিংক,  http://www.passport.gov.bd/
 
 
 
 
 

Bennymig answered 5 years ago

[url=http://furosemide-abc.com]furosemide[/url]


Your Answer

10 + 13 =

error: Content is protected !!