মাদারবোর্ডের মোডেল নাম্বার
আপনি আপনার পিসি কিংবা ল্যাপটপ থেকে মাদারবোর্ড এর মোডেল নাম্বার জানার জন্য প্রথমে কম্পিউটার থেকে Start মেনুতে ক্লিক করে।
ক্লিক করার পর সার্চ করা ঘরে system information টাইপ করুন। system information টাইপ করার পর উপরের দিকে system information লেখা অপশন দেখা যাবে। এবার সেখানে ক্লিক করুন। ক্লিক নিচের ছবিটির মতো ট্যাব দেখা যাবে। আমি আমার ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৭ থেকে দেখিয়েছি।
উপরের ছবিটিতে দেখুন। System Summary এ ক্লিক করলে ডান পাশে আপনার কম্পিউটার সিস্টেম এর পুরু ইনফরমেশন দেখাবে। উপরের ছবিটির লাল মার্ক করা System Model লেখা পাশে আপনার মাদারবোর্ড নাম্বার দেখতে পাবেন।