SSD এবং HDD এর মধ্যে পার্থক্য কি ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণSSD এবং HDD এর মধ্যে পার্থক্য কি ?
Sojib asked 7 years ago

এই দুটার সম্পর্কে জানতে চাই। 


1 Answers
Imran Hossain answered 7 years ago

SSD এবং HDD এ দুটই হচ্ছে কম্পিউটার Storage ডিভাইস। Storage ডিভাইসে মাধ্যেমে কম্পিউটার ডাটা জমা রাখা হয়। কম্পিউটার কত তারাতারি On হবে এবং কত স্পীড এ ফাইল ওপেন হবে, এই বিষয় গুলো নির্ভর করে কম্পিউটার Storage ডিভাইসের স্পীডের উপরে। তো চলুন SSD এবং HDD এর মধ্যে পার্থক্য নিচের অংশে জেনে নেই।


SSD Storage ডিভাইস

SSD এর পূর্ণরুপ হচ্ছে, Solid State Drive যা কম্পিউটার এ Storage ডিভাইস হিসাবে ব্যবহার হয়। এর পার্থক্য

  • SSD তে কোন মুভিং পাস না থাকায় তুলনা মূলক ভাবে এটি ডেমেজ ফ্রি।
  • আবার SSD তে কোন মুভিং পাস না থাকায়  কোন সাউন্ড বা গরম হয় না।
  • SSD তে পাওয়ার তুলনামুলক ভাবে কম খরচ হয়
  • SSD যুক্ত একটি কম্পিউটার অন হতে সময় লাগে ১০ থেকে ১৫ সেকেন্ড।
  • SSD তে ফাইল স্পীড, রাইট স্পীড 250 থেকে 500 MBps
  • HDD এর তুলনায় SSD তে ফাইল 30% বেশি ফাস্ট

HDD Storage ডিভাইস

HDD পূর্ণরুপ হচ্ছে, Hard Dick Drive । যা কম্পিউটার এ Storage ডিভাইস হিসাবে ব্যবহার হয়। এর পার্থক্য

  • HDD মুভিং পাস থাকার কারণে এই ডেমেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
  • HDD তে আবার মুভিং পাস থাকার ফলে কম্পিউটার গরম হয়, সাউন্ড হয়
  • HDD তে পাওয়া বেশি খরচ হয়
  • আবার অন্য দিকে HDD যুক্ত কম্পিউটার অন হতে সময় লাগে ৩০ থেকে ৪৫ সেকেন্ড
  • HDD তে ফাইল স্পীড বা রাইট স্পীড 50 থেকে 120 MBps
  • SSD এর তুলনায় HDD তে 30% স্ল কাজ করে।

Your Answer

9 + 15 =

error: Content is protected !!