cPanel HTML Editor – সিপ্যানেল এইচটিএমএল এডিটর
সিপ্যানেল এইচটিএমএল এডিটর ( cPanel HTML Editor ) আসলে একটি রিচ টেক্সট এডিটর যা দিয়ে কোড না জেনেও ওয়েব পেড এডিট করা বা তৈরি করা যায় । text editor গুলোতে কোড লিখে লিখে ওয়েব পেজ বানাতে হয় যেখানে আপনি cPanel HTML Editor ব্যবহার করে কোডিং না করেও static web page তৈরি করতে পারবেন । যদিও কোড করে ওয়েব পেজ ডিজাইন যত সুন্দর ও মনের মতো করে কযা যায় সেটা সিপ্যানেল এইচটিএমএল এডিটর এ করা যায়না । তার পরও তাড়াতাড়ি কোন ওয়েব পেজ তৈরিতে বেশ জনপ্রিয় সিপ্যানেল এইচটিএমএল এডিটর ।
আমরা আগের পোস্টে সিপ্যানেল এর বেশ কিছু পোস্ট লেখেছি । আগের পোস্টগুলো দেখতে এখানে ক্লিক করুন, সিপ্যানেল ।
সিপ্যানেল এইচটিএমএল এডিটর ব্যবহার এর নিয়ম
প্রথমে আপনি আপনার সিপ্যানেল ড্যাসবোর্ডে প্রবেশ করুন । সিপ্যানেলে প্রবেশ করার পর Files ক্যাটাগরি থেকে File Manager লেখা অপশনে ক্লিক করুন । ঠিক নিচের ছবির মতো ।
File Manger এ ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপে । সেখানে নিচের ছবির মতো অপশন দেখা যাবে । আপনার ক্ষেত্রে অন্য হতে পারে । তবে বেসিক অপশন একই থাকবে ।
উপরের ছবিতে দেখুন । উপরের ছবির অপশন থেকে Public_HTML লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর আপনি আপনার সিপ্যানেলে এইচটিএমএল বা অন্যান ফাইল আপলোড করা ফাইলগুলো দেখা যাবে । যেহেতু আমরা এইচটিএমএল এডিট করবো তাই HTML ফাইল সিলেক্ট করবো । ঠিক নিচের ছবির মতো । আপনার ক্ষেত্রে অন্যও হতে পারে ।
আমার ক্ষেত্রে submited.html ফাইল সিলেক্ট করেছি । এইচটিএমএল ফাইল সিলেক্ট করার পর উপরের ছবির উপরের দিকে HTML Editor লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের ছবির মতো উইন্ডো বের হবে ।
উপরের ছবিতে দেখুন । আমরা যেহেতু এইচটিএমএল ফাইল এডিট করবো । তাই উপরের ছবির লাল দাগ করা লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর আপনি নিচের ছবির মতো পেজ দেখা যাবে । অর্থাৎ ভিউজিয়াল মুডে দেখা যাবে ।
উপরের ছবিতে ভালো ভাবে দেখুন । সেখানে ফন্ট, ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার সহ সব কিছু আপনি সিপ্যানেল এইচটিএমএল এডিট করবার মাধ্যেমে পরিবর্তন করে নিতে পারবেন ।
আমি আমার ক্ষেত্রে Submitted লেখা চেঞ্জ করে Imran Hossain নাম লিখবো । ঠিক নিচের ছবির মতো ।
উপরের ছবিতে দেখুন । সেখানে Submitted এর পরিবর্তে অন্য কিছু লেখা রয়েছে । উপরের ছবির সব কিছু ঠিক ঠাক পরিবর্তন করে নেবার পর ছবির উপরের লাল দাগ করা Save লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর আপনি HTML Editor থেকে যা কিছু পরিবর্তন করে নিয়েছেন সেগুলো সেভ হয়ে যাবে ।
উপরের নিয়ম অনুসারে আপনি সিপ্যানেল এইচটিএমএল এডিটর থেকে প্রয়োজন অনুসারে ফন্ট বা ইমেজ চেঞ্জ করে নিতে পারবেন ।
নতুন ক্রয়কৃত ডোমিন সিপ্যানেলে HTML code upload দিয়েছি কিন্তু কোন কিছু আসছে না শুধু 404এই লেখা আসছে। ওয়েব সাইটের নমুনা বিস্তারিত কোন দিন এবং কীভাবে সেটা আপলোড করে আমার ওয়েব সাইট তৈরি করব ।প্লীজ সাহায্য করুন। ধন্যবাদ
এই ভিডিও কয়টা একবার দেখে নেন । https://www.youtube.com/watch?v=1smqGIFvzNA&list=PLB9lPE8p9hsYWC6HO62iUuNr7qqhJdkc1