HTML nav ট্যাগ ও nav ট্যাগের ব্যবহার
সাধারণত HTML nav ট্যাগ ন্যাভিগেশন লিংকগুলির একটি সেটকে নির্ধারণ করে থাকে। যেমন ধরুনঃ কোন একটি সাইটে সাথে আরও একটি সাটের লিংক করবেন কিংবা আপনার web page অন্য পেজ গুল লিংক কবেন, সে ক্ষেত্রে আপনি HTML nav ট্যাগ ব্যবহার করতে পারেন। চলুন নিচের অংশে দেখে নেই।
HTML nav ট্যাগ এর উদাহরন
<nav> <a href="https://kivabe.com">Home</a> <a href="https://kivabe.com/contact-us/">Contact Us</a> <a href="https://kivabe.com/about-us/">About Us</a> </nav>
উপরের প্রথম অংশে nav টাগ ব্যবহার করা হয়েছে। এরপর nav ট্যাগের ভিতরে a ট্যাগ দেয়া রয়েছে। এবার আপনি যে সাইটির সাথে লিংক করবেন। সে সাইটের নাম href attribute এর ভিতরে যেমনঃ https://kivabe.com দেয়া আছে। আমরা আসলে তিনটি লিকং করেছি উপরের কোডে । তবে মেনুগুলো তে ul ও li tag ব্যবহার করে করা হয় । নিচে দেখুন
<nav> <ul> <li><a href="https://kivabe.com">Home</a></li> <li><a href="https://kivabe.com/contact-us/">Contact Us</a></li> <li><a href="https://kivabe.com/about-us/">About Us</a></li> </ul> </nav>
সাধারনত মেনু আইটেম গুলোকে উপরের কোডের মতো করে সাজানো হয় । যেখানে দেখতে পাচ্ছি nav tag এর ভতরে আছে ul tag এবং তার ভিতরে আছে li tag. এবার li tag এর ভিতরে আছে a tag যা দিয়ে আমরা লিংক করেছি বিভিন্য পেজ গুলোকে ।
nav ট্যাগের ব্যবহার
- ন্যাভ ট্যাগ ব্যবহার করা হল কোন একটি মেনু কিংবা ইম্পটেন্ট লিংক গুলোকে রাখবার জন্য
- যে কোন লিংক এ nav tag ব্যবহার করা যাবেনা ।
Nav tag HTML5 এ নতুন যোগ হয়েছে। এটি সব ধরনের নতুন ওয়েব ব্রাউজার সাপোর্ট করে এবং এটি ব্লক লেভেল এলিমেন্ট ।