অভ্র কিবোর্ড এ কষ্ট লেখা যায় ফনেটিক কিবোর্ড এ এবং অন্য লেআউট গুলোতেও
নিচে ফনেটিক ও অভ্র ইজি কিবোর্ড এ কষ্ট লেখার নিয়ম দিলাম
শুরুতেই ফনেটিক লেআউট এ কষ্ট লেখা
koShT ( k + o + Shift S + h + Shift T) চাপুন, চলে আসবে কষ্ট । মোবাইল এর রিদমিক কিবোর্ড এ ও এই koShT ( k + o + Shift S + h + Shift T) কাজ করবে ।
অভ্র ইজি লেআউট এ
k + Shift V + h + t
যেখানে k = ক, Shift V = ষ, h = ্ (লিংক বা যুক্ত করার জন্য ব্যবহার হয় ) এবং t = ট । সব মিলে হলো কষ্ট ।