আমার নাম্বারে কেউ কল দিলে কল আসেনা কেন? আমি গ্রামীনফন সিম ব্যবহার করি । আর আমার নাম্বার বল্ক ও করা হয়নি ।
হতে পারে আপনার নাম্বার এ কল বারিং কিংবা কল ফরওয়ারডিং অন হয়ে আছে । মানে আপনার ফোন এ কল দিলে সেগলো অন্য নাম্বার এ ডাইভার্ট হয়ে যাওয়া একটি কারন হতে পারে ।
আবার এমন ও হতে পারে যে আপনার ফোন এর কোন সেটিংস এর করানে আপনার ফোন সব কল রিজেক্ট করে দেয়, মানে রিসিভ করেনা । আপনার ফোন এর সেটিংক চেক করে দেখতে পারেন । সাধারনত কন্টাক সেটিং এ থাকে এই সেটিং টি ।
আর কল ফরওয়াডিং টা কল ইনকামিং কল বারিং এর মধ্যে পড়ে ।
দেখে নিতে পারেন নিচের অংশ টি যা কিনা গ্রামীনফোন এর ওয়েব সাইট থেকে নেয়া হয়েছে ।
Note: স্টেপ গুলো ভালো করে বুঝে করবেন, আর না বুঝলে সরাসরি ১২১ এ ফোন দিন কিংবা নিকটস্থ GP Care এ যান । কোড গুলো ব্যবহার করার আগে পুরোটা পড়ে নিন ।
Call barring
Call barring allows subscribers to restrict people from making certain types of calls from their phone. They can choose to bar all incoming calls, all outgoing calls, or all international calls. The default call barring password is 0000. Call barring can be activated from the handset, or subscribers can use the following short codes:
Barring Cases | To Activate | To Deactivate |
---|---|---|
Bar all outgoing calls | Please check from handset | Please check from handset |
Bar all incoming calls | * 35 * PWD # | # 35 * PWD # |
Bar all outgoing international calls | * 331 * PWD # | # 331 * PWD # |
Bar all incoming calls when Roaming Abroad | * 351 * PWD # | # 351 * PWD # |
SMS Barring | |||
To block All Incoming SMS | * 35 * PWD * 16 # | # 35 * PWD # | |
To block All Outgoing SMS | * 33 * PWD *16 # | # 33 * PWD # |
Change barring password | * * 03 * 330 * OPWD * NPWD * RPWD # | |
---|---|---|
NPWD = New password | ||
OPWD = Old password | Password has to be 4 digits | |
PWD = Password | ||
RPWD = Repeat new password | ||
Example: | ||
Changing the default password 0000 to 5678: | * * 03 * 330 * 0000 * 5678 * 5678 # |
তথ্য গুলো নেয়া হয়েছে https://www.grameenphone.com/useful-information থেকে ।