আমি একজন computer engineer হতে চাই আমি এখন ক্লাস টেনে পড়ি এখন থেকে আমাকে কী করতে হবে

প্রশ্ন উত্তরCategory: Questionsআমি একজন computer engineer হতে চাই আমি এখন ক্লাস টেনে পড়ি এখন থেকে আমাকে কী করতে হবে
Forhadul Islam Muhon asked 4 years ago

Forhadul Islam Muhon


2 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

Computer Engineer হতে হলে ভালো গণিত শিখতে হবে ।  Computer ব্যবহার কারি আর Computer প্রোগ্রামার দুটি কিনতু আলাদা । একজন তৈরি করে আর অপর জন ব্যবহার করে । ব্যবহার করা সহজ, কিন্তু Computer program গুলো তৈরি করতে অনেক লজিক নিয়ে কাজ করতে হয় ।
Computer Engineering এ পড়াশুনা করার জন্য এবং ভবিষ্যত এ এ বিষয়ের উপর ক্যারিয়ার তৈরি করতে গেলে প্রাতিষ্ঠানিক পড়াশুনায় গণিত , পরিসংখ্যান , পদার্থ, ও ICT উপর জোর দিয়ে হবে ।
পাশাপাশি বেসিক কম্পিউটিং যেমন এক্সেল এর পাশাপাশি প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শেখার চেষ্টা করা লাগবে । মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে C শেখা শুরু করতে পারো ।


মোঃ নাদিম answered 7 months ago


Your Answer

3 + 17 =

error: Content is protected !!