ই-ফ্যাক্টর কী?

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানই-ফ্যাক্টর কী?
md Shakhawat Hossain Sabbir asked 4 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

ই-ফ্যাক্টর কী

ই-ফ্যাক্টর বিষয় টি ক্যামিকেল ইন্ডাট্রির সাথে যুক্ত ।  ক্যামিকেল ইন্ডাট্রিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য গুলো প্রক্রিয়াজাত করার সময় সেই প্রক্রিয়াটি কতটা পরিবেশ বান্ধব সেটি হচ্ছে ই-ফ্যাক্টর । অর্থাৎ ই-ফ্যাক্টর বলে দেয় রাসায়নিক প্রক্রিয়াটি পরিবেশগতভাবে কতটা বন্ধুত্বপূর্ণ বা ক্ষতিকারক ।


E-Factor আসলে প্রতি কেজি পণ্য সংশ্লেষিত কিলোগ্রামের বর্জ্যের অনুপাত। সুতরাং ই-ফ্যাক্টর যত কম হবে, পরিবেশের জন্য সেটি তত ভালো হবে । এটা ঠিক যে শুধু ই-ফ্যাক্টর ই পরিবেশ দুষন কমাতে পারে এমন নয়, সাথে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন বর্জ্য থেকে উৎপন্ন টকসিন নিয়ন্ত্রন ও জরুরী।

Your Answer

16 + 6 =

error: Content is protected !!