এইডস রোগের লক্ষণগুলো কি কি?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানএইডস রোগের লক্ষণগুলো কি কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

এইডস রোগের লক্ষণঃ

সুস্থ্য মানুষের শরীরেে এইডস রোগের জীবাণু প্রবেশ করার প্রায় ৬ মাসের মধ্যে লক্ষণগুলো প্রকাশিত হয়। তখন রোগের লক্ষণ প্রকাশ স্বল্প পরিমাণে থাকে এবং কয়েকদিনের মধ্যে তা মিলিয়ে যায়। এরপর কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত রোগী সুস্থ্য থাকে কিন্তু তার শরীরে এইডসের ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ভাইরাসের সংখ্যা বেশি হওয়ার কারণে হঠাৎ করেই অসুখ মারাত্মক আকার ধারণ করে। তখন আর কিছুই করার থাকে না। এর পূর্বে কোন ব্যক্তি যে এইডস রোগের বাহক তা সনাক্ত করা খুবই মুশকিল। এইডসের লক্ষণগুলো নিম্নরুপঃ


  • রোগীর স্বাভাবিক ওজনের চেয়ে ওজন অনেকাংশে কমতে শুরু করে।
  • ঘন ঘন পাতলা পায়খানা হয়।
  • এক মাসের বেশি সময় ধরে জ্বর থাকে কিংবা জ্বর জ্বর ভাত অনুভূত হয়।
  • শুকনো কাশি অনেক দিন যাবৎ হয়ে থাকে।
  • সারা দেহে চুলকানি হয়।
  • ঘাড় ও বগলে ব্যথা অনুভব করা যায় এবং মুখমন্ডল খসখসে হয়।
  • চোখের পাতা, মুখমন্ডল, নাকসহ বিভিন্ন অঙ্গ হঠাৎ ফুলে ওঠে এবং ফোলা সহজে নিরাময় হয় না।

Your Answer

16 + 8 =

error: Content is protected !!