২ ধরণের সূত্র বলতে যোগফল থাকবে সেই সাথে যোগফল যদি একটা অংক এর কম হয় তবে সেই নির্দিষ্ট পরিমাণ থাকবে,কিন্তু বেশয় হলে বেশীটাই থাকবে। যেমন ধরাযাক, কোন মেসে ফিক্সট মিল ৩০ টা। যদি এর কম হয় তবে ৩০ থাকবে, কিন্তু বেশী হলে প্রকৃতটাই থাকবে। এই ধরণের সমাধাণ কিভাবে করবো?
আপনি এক্সেলের সে সমস্যা টা নিয়ে জানতে চাইছেন, সেটি If Function ব্যবহার করে সহজেই সমাধান করা যেতে পারে । যেমন ধরুন আপনার চাহিদা মতে কোন মেসের ৩০ টির কম মিল হলে সেটি ৩০ ই দেখাবে , কিন্তু যদি বেশি যেমন ৩১ কিংবা ৪০ কিংবা ৫৫ যাই হোক সেটা যেন দেখায় ।
তো ধরে নিলাম আপনার তথ্য গুলো A থেকে AZ কলাম পর্যন্ত আছে, এবং আপনি BA কলামে দেখাবেন, এবার BA1 সেলে if function ব্যবহার করে নিতে নিচের মতো করে
=if(sum(A1:AZ1)<30,30,sum(A1:AZ1))
যেখাবে শুরুতেই চেক করা হয়েছে A1 থেকে AZ1 সেলের সংখ্যা গুলোর যোগফল ৩০ এর কম কিনা, কম হতে ৩০ ই থাকবে, আর বেশি হলে কত সেটা প্রকাশ করবে ।
if function সম্পর্কে আরো ভালো ধারনা নিতে দেখে নিতে পারেন