এক্সেল সীট এ ইনসার্ট করা ছবি কীভাবে অন্য একটি ফোল্ডারে রাখতে পারি।

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামএক্সেল সীট এ ইনসার্ট করা ছবি কীভাবে অন্য একটি ফোল্ডারে রাখতে পারি।
Suvankar Das asked 3 years ago

এক্সেল সীট এ কিছু ছবি আছে যা অন্য একটি ফোল্ডারে কপি বা কাট করে নিয়ে যেতে চাই। সমাধান পেলে উপকৃত হবো।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 3 years ago

এক্সেল এর যে ছবি টি কপি করে রাখতে চাইছেন কোন ফোল্ডার এ, সেটির উপরে রাইট ক্লিক করে কপি করে নিন (অথবা সিলেক্ট করে Ctrl + C ) । এর পর কম্পিউটার এ পেইন্ট প্রগ্রাম ( কিংবা ফটোশপ ) ওপেন করে Ctrl + V চাপুন । এর পর প্রয়োজনে Crop করে Save করে নিন।


Your Answer

9 + 20 =

error: Content is protected !!