এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কি বোঝায়? এই সমস্যা কখন দেখা যায়?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানএরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কি বোঝায়? এই সমস্যা কখন দেখা যায়?
Ziaur asked 3 years ago


2 Answers
Ziaur answered 3 years ago

এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস(Erythroblastosis fetalis) হলো Rh ফ্যাক্টরজনিত গর্ভাবস্থাকালীন একধরনের জটিলতা।


Rh+ ফ্যাক্টর যুক্ত পুরুষ এর সাথে Rh- ফ্যাক্টর ‍যুক্ত মহিলার বিয়ে হলে তাদের প্রথম সন্তান Rh+ হবে। কারণ Rh+ হলো প্রকট বৈশিষ্ট্য। প্রথম সন্তান গর্ভে থাকাকালীন সময়ে তার  Rh+ ফ্যাক্টর যুক্ত রক্ত অমরার মাধ্যমে মায়ের শরীরে পৈাছালে সেখালে অ্যান্টি Rh+ ফ্যাক্টর বা অ্যান্টিবডি তৈরী হয়।

উক্ত অ্যান্টিবডি প্রথম সন্তানের ক্ষেত্রে তেমন সমস্যা তৈরী না করলেও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে লোহিত রক্ত ভেঙ্গে যাওয়া, রক্ত স্বপ্লতা সহ নানান জতিলতা তৈরী হয়। এতে গর্ভপাত হতে পারে অথবা সন্তান জন্মের পর জন্ডিস আক্রান্ত হতে পারে।

এই ধরনের জটিলতাকে এরিথ্রোব্লাসেসইসসি ফিটালিস বলে।

Shawon answered 2 years ago

কিন্তু দ্বিতীয় সন্তানের বেলায় অ্যান্টি জয ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রুণের রক্তে প্রবেশ করলে ভ্রুণের লোহিত রক্তকণিকা ধ্বংস করে, ভ্রুণ ও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রক্তাল্পতা এবং জন্মের পর জণ্ডিস রোগ দেখা দেয়। এ অবস্থাকে ‘এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে


Your Answer

20 + 0 =

error: Content is protected !!