কম্পিউটার প্রজম্ন কি এবং কম্পিউটার প্রজম্ন কয়টি ও কি কি

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার প্রজম্ন কি এবং কম্পিউটার প্রজম্ন কয়টি ও কি কি
রকি asked 6 years ago

কম্পিউটার প্রজন্ম সম্পর্কে জনাতে চাই 


1 Answers
Imran Hossain answered 6 years ago

কম্পিউটার জেনারেশন কি

প্রজম্ন এর ইংরেজি শব্দ হচ্ছে (Generation)  প্রজম্ন বলতে যা বুঝায়, এক প্রজম্ন থেকে অন্য প্রজম্নমে পরিবর্তন হওয়াকে প্রজম্ন বলে । যেমন, প্রথম কম্পিউটার গুলি ব্যবহার করা জন্য ভ্যাকুয়াম টিউব এবং মেমরির জন্য চৌম্বক ব্যবহার করা হয় । এর ফলে কম্পিউটার গুলি বিশাল আকারের ছিল । এর কারণে কম্পিউটার গুলি বেশ বিদ্যুৎ অপচয় করত ।


কম্পিউটার ধীরে ধীরে পরিবর্তন হয়ে বর্তমানে হাতে করে কম্পিউটার বয়ে বাড়ানো যায় ।  প্রজন্মের শব্দটি বিভিন্ন হার্ডওয়্যার প্রযুক্তির মধ্যে পার্থক্য করার জন্য ব্যবহৃত হলেও এখন,  প্রজন্ম বা জেনারেশন কথাটি  হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় ক্ষেত্রে প্রচলিত, যা একসঙ্গে মিশে একটি সম্পূর্ণ কম্পিউটার সিস্টেম কে পরিচালনার দায়িত্বে থাকে ।

বর্তমান সময়ের সর্বশেষ Generation হচ্ছে, পঞ্চম জেনারেশন । অর্থাৎ প্রথম প্রজন্ম , দ্বিতীয় প্রজন্ম , তৃতীয় প্রজন্ম , চর্তথ প্রজন্ম  এবং পঞ্চম প্রজন্ম একের পর এক পরিবর্তন হয়ে কম্পিউটার জেনারেশন চেঞ্জ হয় ।

Your Answer

4 + 1 =

error: Content is protected !!