কম্পিউটার হার্ডওয়্যার কি
একটি কম্পিউটারকে সাধারনত দুটি ভাগে ভাগ করা যায়, যথা হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং স্পর্শ করা যায়, যার কাঠামো আছে। কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো স্পর্শ করা যায় , দেখা যায় যেমন, মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি। কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটি পারসোনাল কম্পিউটার তৈরি হয়। এরপর এতে অপারেটিং সিস্টেম ইন্সটল করা হয় এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করা হয়। তাকেই কম্পিউটার হার্ডওয়্যার বলে।
কম্পিউটার হার্ডওয়্যার এর শ্রেনি বিভাগ
- ইনপুট যন্ত্রাংশ
- প্রক্রিয়াকরণ যন্ত্রাংশ
- আউটপুট যন্ত্রাংশ
- সংরক্ষন যন্ত্রাংশ
কম্পিউটার হার্ডওয়ার হলো কম্পিউটার এর সেই সব অংশ যেগুলো আপনি দেখতে পান কম্পিউটার অফ থাকলেও এবং যেগুলোকে আপনি স্পর্শ করতে পারেন ।
হার্ডওয়ার আসলে কম্পিউটার এর সেই অংশ যেগুলো আমরা কম্পিউটার কে নির্দেশ দিতে , কিংবা কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য গুলো দেখতে ব্যবহার করি এবং এবং এগুলোর বেশ কিছু সফটওয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে ।