ক্লাউড কম্পিউটিং কি ?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিক্লাউড কম্পিউটিং কি ?
Kumar asked 7 years ago


1 Answers
Imran Hossain answered 7 years ago

ক্লাউড কম্পিউটিং কি

সাধারণত ইন্টারনেট-নির্ভর কম্পিউটিং হচ্ছে ক্লাউড কম্পিউটিং বলে। ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যেমে ডেটা এবং এপ্লিকেশনসমূহ নিয়ন্ত্রন ও রক্ষাণাবেক্ষন করতে সক্ষম। এতে সকল ওয়েবে ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারীকে ক্লায়েন্ট হিসাবে বিবেচনা করা যাতে পারে। ধরা যাক, একটি কোম্পানির চারটি সার্ভার দরকার। এগুলো ক্রয় করে সেটআপ করা এবং মেইনটেনেন্স করতে অনেক খরচ হবে। সব সময় এই সব সার্ভারের ব্যবহার না হলেও খরচ কামানো যাবে না।
কিন্তু কোম্পানি যদি ক্লাউড কম্পিউটিং সুবিধা নেয় তাহলে ( আমাজন ডট কমের ক্লাউড ml.medium মেশিন ভাড়া নেয়) তবে ঘণ্টা হিসাবে বিল দিতে হলে অনেক খম খরচ হবে। যতখন ব্যবহার করবেন তখনের বিল পরিশধ করতে হবে। পাওয়ারফুল মিশিন চালাবার জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ বা মেশিন ঠান্ডা রাখার দরকার নেই। লো- কনফিগারেশনের কিছু মেশিন রাখলেই হবে, আর থাকতে হবে দ্রুতগতির ইন্টারনেট।


Your Answer

5 + 8 =

error: Content is protected !!