একে একে জেনে নেয়া যাক চিকেন নেক কি কিংবা কাবে বলে চিকেন নেক এবং এটি কোথায়।
চিকেন নেক কাকে বলে?
চিকেন নেক আসলে ইংরেজী Chicken Neck কে বাংলায় লেখা যার অর্থ করলে দাড়ায় মুরগির গলা । তো মুরগির গলা কে রুপক অর্থে ব্যবহার করা হয় মানচিত্রের ক্ষেত্রে । কিছু কিছু দেশের মানচিত্রে মুবগির গলাম মতো কিছু সরু জায়গা বা করিডোর আছে, সেই অংশ বা জায়গাকে বলা হয় সেই দেশের চিকেন নেক ।
চিকেন নেক কোথায় ?
আমাদের পার্শবর্তি দেশ ভারতে আছে এমন ই একটি চিকেন নেক । এটির অবস্থান ভারতের ওয়েস্ট ব্যঙ্গল রাজ্যের শিলিগুড়ি তে এবং এটি আসলে শিলিগুড়ি করিডোর নামেই বেশি পরিচিত । তো এই কোরিডোর টিকে বলা হয় ভারতের চিকেন নেক ।
এটি বাংলাদেশের পঞ্চগড় উপজেলা ও নেপালের সাথে যুক্ত যুক্ত হয়েছে যা উপরের চিত্রে দেখা যাচ্ছে ।