ট্রাপিজিয়ামঃ ট্রাপিজিয়াম হলো এক প্রকার চতুর্ভুজ। এবার দেখা যাক যে
ট্রাপিজিয়াম কি সামান্তরিক?
ট্রাপিজিয়ামের প্রধান বৈশিষ্ট হলো এর এক জোড়া অসমান সমান্তরাল বাহু থাকবে।
অন্যদিকে সামান্তরিকের বৈশিষ্ট্য হলো এর দুই জোড়া বিপরীত বাহু গুলো সমান এবং সমান্তরাল হবে। সুতরাং ট্রাপিজিয়াম কখনো সামান্তরিক হতে পারে না।
একটি চতুর্ভুজের সবগুলো বৈশিষ্ট্য ট্রাপিজিয়াম এর মধ্যে আছে। সুতরাং ট্রাপিজিয়াম এক প্রকার চতুর্ভুজ ট্রাপিজিয়াম সামান্তরিক নয় ।