ধুমকেতু কাকে বলে ও ধুমকেতু কি?

প্রশ্ন উত্তরCategory: সাধারণধুমকেতু কাকে বলে ও ধুমকেতু কি?
Sofi asked 6 years ago


1 Answers
Imran Hossain answered 6 years ago

ধুমকেতু কি

সৌরজগৎ এর মধ্যে গ্রহ উপগ্রহ ছাড়াও আরও দুইটি গ্রহ আছে, উল্কা এবং ধুমকতু । সূর্য, তারা, গ্রহ , গ্রহকণিকা সবাই একই জিনিসের ভাঙা টুকরো । কিন্তু ধুমকেতু সৌরজগৎ এর তেমন কিছু হয় না । ধুমকেতু সৌরজগৎ এর বাহীরের জিনিস । মাঝে মধ্যে সৌরজগৎ এসে চলে যায় । ধুমকেতু কে প্রথমে দেখে মনে হবে যেন এক টুকরা ধোঁয়ার জিনিস । যতই ধুমকেতু কাছাকাছি আসবে, ততই আলো বাড়বে, ততই সে তারাতাড়ি চলতে থাকেবে ।


ধুমকেতু কত দিনে দেখা যাবে, এর কোন সঠিক ধারণা নেই । ধুমকেতু চার পাঁচ বা সাত দিনেও হতে পারে । ১৮৬১ সালে একটি ধুমকেতুকে এক বছর যাবত দেখা গেছিলো ।

Dhumketu

Dhumketu

 

Your Answer

5 + 0 =

error: Content is protected !!