নমুনাক্ষেত্র এবং নমুনাবিন্দু দ্বারা কি বোঝায়?

প্রশ্ন উত্তরCategory: গণিতনমুনাক্ষেত্র এবং নমুনাবিন্দু দ্বারা কি বোঝায়?
Arif asked 4 years ago

ব্যাখ্যা চাই


1 Answers
Abu Alam answered 4 years ago

নমুনাক্ষেত্র ( sample space)ঃ কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনাক্ষেত্র বলে। যেমনঃ একটি ছক্কা নিক্ষেপ করলে ছয়টি সম্ভাব্য ফলাপল পাওয়া যায় এবং তা হলো 1,2,3,4,5 ও6 । এখন ফলাফলের সেটকে সূচিত করলে আমরা লিখতে পারি S={1,2,3,4,5,6}। এটিই উক্ত পরীক্ষার নমুনাক্ষেত্র।

নমুনাবিন্দু(Sample point): নমুনাক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনাবিন্দু বলে। উপরোক্ত পরীক্ষার 1,2,3,4,5,ও 6 প্রত্যেকেই এক একটি নমুনাবিন্দু।


Your Answer

18 + 11 =

error: Content is protected !!