পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি এবং কাকে বলে

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিপিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি এবং কাকে বলে
Shovo asked 7 years ago


1 Answers
Ahosan Habib Staff answered 7 years ago

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি

পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে। তার মানে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ওয়ার্ক স্টেশন। এখানে প্রতিটি রিসোর্স ডিসেন্ট্রালাইজড বা ছড়ানো ছিটানো। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে নিচের বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে। তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলা হয়।
উধাহরণস্বরুপঃ


  • ইউজাররা তাদের  মেশিনের বিভিন্ন রিসোর্স, যেমন ফাইল,ফোল্ডার প্রিন্টার,সিডিরম ড্রাইভ ফ্লপি ড্রাইভ ইত্যাদি শেয়ার করতে পারে।
  • এ ধরনের নেটওয়ার্ক ১০ জন বা তার কম ইউজারদের জন্য সুবিধা জনক হয়।
  • এর চরিত্র বিকেকদ্রীভূত ফাইল  বা রিসোর্স এক স্থানে সংরক্ষিত নয়।

 

Your Answer

6 + 11 =

error: Content is protected !!