বর্তমান সভ্যতার যুগে তেজস্ক্রিয়তার ব্যবহার ও প্রয়োজনীয়তা উল্লেখ কর।

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানবর্তমান সভ্যতার যুগে তেজস্ক্রিয়তার ব্যবহার ও প্রয়োজনীয়তা উল্লেখ কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago
তেজস্ক্রিয়তার ব্যবহার ও প্রয়োজনীয়তাঃ
  • বর্তমান সভ্যতার যুগে তেজস্ক্রিয়তার ব্যবহার ও প্রয়োজনীয়তার কথা বলে শেষ করা যাবে না। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার নিরাময়ে ব্যাপকভাবে তেজস্ক্রিয়তা ব্যবহৃত হচ্ছে।
  • এছাড়া কৃষি সেক্টরে উন্নত জাতের বীজ তৈরির গবেষণায় তেজস্ক্রিয়তা সফলতার সাথে ব্যবহার করা হয়।
  • শিল্প কলকারখানাতে তেজস্ক্রিয়তার ব্যবহার বহুল।
  • খনিজ পদার্থের মধ্যে বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয় করতে তেজস্ক্রিয় আইসোটোপ (Isotope) তেজস্ক্রিয় প্রদর্শক (Radioactive Tracer) হিসেবে ব্যবহার হয়।
  • তাছাড়া বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের ক্ষেত্রে তেজস্ক্রিয় প্রদর্শককে সফলতার সাথে ব্যবহার করা হচ্ছে।
  • আমরা যেসব ঘড়ি ব্যবহার করি সেগুলোতে তেজস্ক্রিয়তার ব্যবহার লক্ষ্য করা যায়। অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারে উজ্জ্বল দেখা যায়। এগুলোতে তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড মিশ্রণ করে ঘড়ির কাটা ও নম্বরে প্রলেপ লাগানো হয় বলে অন্ধকারে এগুলো জ্বলজ্বল করে।


Your Answer

7 + 12 =

error: Content is protected !!