বায়ুকে আমরা কীভাবে দূষণমুক্ত রাখতে পারি?

প্রশ্ন উত্তরCategory: সাধারণবায়ুকে আমরা কীভাবে দূষণমুক্ত রাখতে পারি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

বর্তমান সময়ে বায়ু দুষন একটি মারাত্মক সমস্যা । বায়ু দূষণের প্রভাব অনেক দিন ধরে থাকে পরিবেশ ও প্রাণির দেহে । এর থেকে আমাদের যত দ্রুত সম্ভব বেরিয়ে আসা প্রয়োজন ।


air polution

air polution

নিম্নলিখিত পন্থায় বায়ুকে দূষণমুক্ত রাখা যায়ঃ

  • শক্তির ব্যবহারকে কমিয়ে এনে আমরা জীবাশ্ম জ্বালানির প্রয়োজন অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। যেমন- বৈদ্যুতিক বাতি বন্ধ করা, গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে অথবা সাইকেলে চড়ে প্রয়োজনীয় কার্য সম্পন্ন করা ইত্যাদি।
  • প্রাকৃতিক সম্পদকে কম ব্যবহার করে, পুনর্ব্যবহার করে এবং রিসাইক্লিং প্রক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়।
  • ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং মাত্রাতিরিক্ত পরিমাণ গাছ লাগিয়েও বায়ু দূষণমুক্ত রাখা যায়।

Your Answer

13 + 13 =

error: Content is protected !!