বায়ু কি ও কাকে বলে ?

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানবায়ু কি ও কাকে বলে ?
Sakib asked 6 years ago


1 Answers
Imran Hossain answered 6 years ago

বায়ু কি

বায়ু বা বতাস একই । আমরা প্রতিনিয়ত আমাদের জীবন এর প্রয়োজনে শ্বাস প্রশ্বাস গ্রহন করে থাকি, তাকেই বায়ূ বলে । সব প্রানী কুলের জন্য বায়ূ প্রয়োজন । যেমন, গাছ পালা থেকে শুরু করে সব ক্ষেত্রে বায়ূ প্রয়োজন হয় । বায়ূ আমাদের চারপাশে আছে ।


বায়ুর উপাদান

বায়ূর উপাদান বায়ু উপাদান এর পরিমান, নাইট্রোজেন ৭৮.০৯%, অক্সিজেন ২০.৯৫%, আর্গন ০.৯৩%, কার্বন ডাই অক্সাইড ০.০৩% এবং সামান্য পরিমাণে নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপটন, হাইড্রোজেন, জেনন এবং ওজোন। ওজোন গ্যাসের ঘনত্ব উচ্চমাত্রায় পরিবর্তনশীল। এর সৃষ্টি ও ধ্বংস উভয়ই হয়ে থাকে অতি বেগুনী রশ্মি এবং অবলোহিত বিকিরণের অবলোহিত বিকিরণ শোষণের দ্বারা। এই গ্যাসের অধিকাংশই অধিক উচ্চতায় পাওয়া যায়। আবহবিদ্যায় এই গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি সূর্যের অতি বেগুনী রশ্মি ও অবলোহিত বিকিরণ শোষণ করে। বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্যাস অবলোহিত বিকিরণের মাধ্যমে পৃথিবী থেকে তাপক্ষয়ের প্রক্রিয়াকে বাধা প্রদান করে। বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি যেমন, কয়লা ও খনিজ তৈলর ব্যাপক দহন বিংশ শতাব্দীর প্রথম অংশে বায়ুতে কার্বন-ডাই-অক্মাইড গ্যাসের পরিমাণ প্রায় ১২% বৃদ্ধি করেছে। এর ফলে উল্লিখিত সময়ে পৃথিবীর গড় উষ্ণতা ১.১°সে বৃদ্ধি পেয়েছে ।

তথ্য সংগ্রহে উইকিপিডিয়া  

Your Answer

8 + 17 =

error: Content is protected !!