মঙ্গল গ্রহের পরিচিত দাও।

প্রশ্ন উত্তরCategory: সাধারণমঙ্গল গ্রহের পরিচিত দাও।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

মঙ্গল (Mars):

পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে মঙ্গল। বছরের মধ্যে অধিকাংশ সময়ই মঙ্গল গ্রহকে দেখা যায়। খালি চোখে এই গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস হচ্ছে ৬,৭৮৭ কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের অর্ধেক। এই গ্রহে দিন রাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। মঙ্গল গ্রহকে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে ৬৮৭ দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখাত এবং আগ্নেয়গিরি রয়েছে। এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি (শতকরা ৯৯ ভাগ)। এ কারণে সেখানে প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব নয়। মঙ্গল গ্রহে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ বিদ্যমান।


চিত্রঃ মঙ্গল গ্রহ

Your Answer

3 + 8 =

error: Content is protected !!