রোবোটিক্স কি ?
রোবোটিক্স এর মূল বিষয়টি হলো রোবটকে ঘিরে। রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যা রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে থাকে। এর পাশাপাশি রোবট সমূহের নিয়ন্ত্রণ, সেন্সরি, ফিডব্যাক এবং তথ্য প্রক্রিয়াকরনের জন্য কম্পিউটার সিস্টেম গুলোর জন্য কাজ করে থাকে। এসব প্রযুক্তি অটোমেটিক মেশিনের সাহায্যে কাজ করে থাকে। যা বিপজ্জনক পরিবেশ কিংবা মানুষের স্থান দখল করে বা মানুষের উপস্থিতি ইত্যাদির সাথে মিল থাকে।