সংখ্যা পদ্ধতি (Number System) কাকে বলে?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিসংখ্যা পদ্ধতি (Number System) কাকে বলে?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

সংখ্যা পদ্ধতি (Number System):

বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন অথবা অঙ্ক (ডিজিট) ব্যবহার করে সংখ্যা ও লেখা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি (Number System) বলে। সংখ্যা পদ্ধতির সাহায্যে খুব সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায়। প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হল সংখ্যা প্রকাশ করার একটি নির্দিষ্ট নিয়ম যেখানে নিচের বিষয়গুলো থাকা প্রয়োজন।


  • সংখ্যাকে নির্ধারিত প্রতীকের সাহায্যে সুনির্দিষ্ট নিয়মাবলী।
  • সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী।
  • সংখ্যার বিভিন্ন রূপ যথাঃ ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট/পরিপূর্ণ নিয়মাবলী।

Your Answer

16 + 18 =

error: Content is protected !!