সার্বিক ফাংশন কাকে বলে?

প্রশ্ন উত্তরCategory: গণিতসার্বিক ফাংশন কাকে বলে?
Shakib asked 4 years ago

সার্বিক ফাংশন 


1 Answers
Abu Alam answered 4 years ago

সার্বিক ফাংশন (Onto function) : f : A→B কোন ফাংশনের B সেটের সমস্ত উপাদানই যদি A সেটের উপাদানসমূহের ছবি হিসেবে পাওয়া যায় অর্থাৎ A এবং Bসেট এর কোনো উপাদান সম্পর্কহীন না হয় তবে ঐ ফাংশনটিকে সার্বিক ফাংশন বলে । সাধারণত f এর , B সেটের একটি উপসেট হয় অর্থাৎ f(A) ⊂ B হয়।কিন্তু যখন f(A) = B হয় অর্থাৎ, রেঞ্জ f =B হয় তবে f কে সার্বিক ফাংশন বলা হয় ।


Your Answer

3 + 7 =

error: Content is protected !!