সালোকসংশ্লেষণ কাকে বলে? এর মাধ্যমে উদ্ভিদ ও মানুষ কিভাবে উপকৃত হচ্ছে?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানসালোকসংশ্লেষণ কাকে বলে? এর মাধ্যমে উদ্ভিদ ও মানুষ কিভাবে উপকৃত হচ্ছে?
Ziaur asked 3 years ago

সালোকসংশ্লেষণ কাকে বলে? এর মাধ্যমে উদ্ভিদ ও মানুষ কিভাবে উপকৃত হচ্ছে?


1 Answers
Ziaur answered 3 years ago

সালোকসংশ্লেষণ কাকে বলে?

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে ক্লোরোফিল,  সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড (CO2) ও মূল দ্বারা শোষিত পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে  তাকে সালোকসংশ্লেষণ বলে।


এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদকোষে উপস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করাজাতীয় খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত রাখে।

sunlight tree

sunlight tree

প্রকৃতিতে সালোকসংশ্লেষণ  এর গুরুত্ব:

এই প্রক্রিয়ায় জারণ-বিজারণ প্রক্রিয়ায় কিছু জীবাণু, আদ্যপ্রাণী ও ক্লোরোফিল যুক্ত সজীব কোশে (উদ্ভিদ) সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও মূলরোম দ্বারা শোষিত জলের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় ও কার্বন ডাই অক্সাইডের সমপরিমান অক্সিজেন উৎপন্ন হয় এবং সৌরশক্তির আবদ্ধ ঘটে।

উদ্ভিদ দেহে সালোকসংশ্লেষণ এ উৎপন্ন গ্লুকোজ সঞ্চিত থাকে – শ্বেতসার রূপে। প্রকৃতিতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত হয় এই প্রক্রিয়ায়।

Your Answer

14 + 18 =

error: Content is protected !!