সিপিডি কি?
সেন্টার ফর পলিসি ডায়ালগ ( Centre for Policy Dialogue ) এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে সিপিডি (CPD) এটি সরকারি একটি প্রসিস্ঠান যা প্রতিস্ঠা করা হয় ১৯৯৩ সালে । সিপিডি প্রতিষ্ঠিত হয়েছে সমাজের সুবিধা বঞ্চিত খেটে থাওয়া মানুষের ন্যায়বিচার, ন্যায্যতা এবং সুশাসন ভিত্তিক একটি সমাজ গঠনের দৃষ্টিভঙ্গি নিয়ে ।