বাংলাদেশ এর ৫০ টাকার কয়েন টি দেখতে কেমন এবং এটি কি সবার জন্য উনমুক্ত ? এটাকি সাধারন ৫ টাকা কয়েনের মতো ব্যবহার করা যাবে ? 50 taka coin Bangladesh
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকার কয়েন মুদ্রা বানিয়েছে বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য । বাংলাদেশ ব্যাংক বিভিন্ন স্মরণীয় দিবসে স্মারক মুদ্রা বানিয়ে থাকে। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০ টাকার স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক ২০২১ সালে।
কিন্তু অনেকের মধ্যেই একটি ভুল ধারনা কাজ করছে যে সাধারন কয়েন যেমন ১, ২ ও ৫ টাকার কয়েনের মতোই ৫০ টাকার কয়েন টির প্রচলন শুরু হয়েছে ।
কিন্তু ধারনা টি সম্পুর্ণ ভুল ধারনা এবং কিছুটা মানুষের ভুল উপস্থাপনার জন্যও ভুল ধারনা টি ছড়িয়ে পড়েছে।
৫০ টাকার মুদ্রা হলেও স্মারক স্বর্ণ মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৬৬ হাজার টাকা। এবং ৫০ টাকার রৌপ্যমুদ্রাটির স্মারক বাক্সসহ মূল্য ৪ হাজার টাকা।