কবিতা আসলে বলতে গেলে নিয়ম মেনে হয়না আমার মনে হয়, যদিও অনেক কবি সাহিত্যিক কবিতার কিছু নিয়ম নীতি বেধে নিয়েছেন। সাধারনত ছন্দের মিল রেখে কোন বিষয় বা ঘটনা আ অবস্থার এর প্রকাশ হয় কবিতার মাধ্যমে। তবে এখন ছন্দ ছাড়াও শুরু হয়েছে গদ্য কবিতা 🙂
আসলে শিল্প কর্ম নিয়ম মেনে হয়না, এটা আমার মতামত। যেমন সেকসপিয়ার কে নিয়ে একটি কথা আছে যে
শেইক্স্পিয়ার গ্রামার ফলো করেনা, গ্রামার ই শেইক্স্পিয়ার কে ফলো করে
কবিতা সম্পর্কে বেশ কিছুটা ধারনা পাবেন নিচের ভিডিওটির প্রথম ১০ মিনিটে ।