ফ্রি ফায়ার গেম খেলার কারনে মাঝে মধ্যে টপআপ করতে হয়। টপআপ করার জন্য যারা টপআপ করে দেয় তাদের কে আইডি পাস দিতে হয়। এবস্থায় কিভাবে তাদের ফোন থেকে জিমেইল লগআউট করবো?
ধন্যবাদ
যে কোন ওয়েব ব্রাউজার এ আপনার গুগল একাউন্ট টি লগইন করুন । যেমন ধরুন আপনি জিমেইল এ লগইন করলেন ওয়েব ব্রাউজার এ । এবার ডান পাশে কোনায় আপনার ছবি বা নামের উপর ক্লিক করে
Manage Your Google Account এ ক্লিক করুন
এর পর বাম পাশ থেকে Security তে ক্লি করুন । মোবাইল ওয়েব ব্রাউজার এ অপশন টি উপরের দিকে থাকতে পারে ।
অথবা ভিডিট করুন https://myaccount.google.com/security
এর পর নিচের দিকে স্ক্রল করুন, দেখবেন এক জায়গায় Your Device নামে একটি সেকশন ।
এবার এখনে যে ডিভাইস নেম গুলো দেখছেন, সেগুলোতে আপনার গুগল একাউন্ট কোন না কোন সময় লগইন করা হয়েছিলো । এবার যেটি রিমুভ করবেন সেটার উপর ক্লিক করে, Sign Out করুন ।