পরিখা অর্থ
দুর্গ কিংবা গুরত্বপুর্ণ স্থাপনার নিরাপত্তার সার্থে এর চার পাশে যে খাল থাকে যেখানে সবসময় পানি থাকে সেই খাল বা পুকুর কে পরিখা বলে । অন্যভাবে বলা যায় পরিখা অর্থ দুর্গের রক্ষার্থে এর চতুর্দিকএ পরিবেষ্টিত খাত বা গড়খাই।
উদাহরন সরুপ, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এর চারপাশে সবসময় পানি থাকে যে খালটিতে, সেটাই পরিখা ।