আমি নতুন একটি ল্যাপটপ কিনতে চাচ্ছি, কিন্তু কোন ব্রান্ডের ল্যাপটপ ভালো বুঝে উঠতে পারছি না। কেউ জানাবেন কি?
ব্রান্ডের ল্যাপটপ মোটামুটি সবগুলোই ভালো । আর আপনি কোনটা নিবেন কিংবা আপনার জন্য কোনটা ভালো হবে সেটা নির্ভর করবে আপনি কোন কাজে ব্যবহার করবেন আপনার ল্যাপটপ টি । সাধারন কাজের জন্য এক মোটামুটি কনফিগারেশন এর হলেও চলবে । আবার আপনি যদি ভারি কাজ করেন যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন কিংবা ভিডিও এডিটিং, তাহলে সাজেসন টা হবে অন্য রকমেন ।
ধরুন আপনি এম এস ওয়ার্ড কিংবা এক্সেলে কাজ করবেন, আর পাশাপাশি হয়তো নেট ব্রাউজ করবেন। আর মাঝে মধ্যে মুভি দেখা … কম দামি ল্যাপটপ গুলোর মধ্যে এসার ( Acer ) কিংবা আসুসের ( Asus ) ল্যাপটপ গুলো নিতে পারেন । 30 – 32 হাজারের মধ্যেই ভালো মানের পাবেন । তবে আমার মতে ডেল ( Dell ) এর কমদামি ল্যাপটপ এর হিট সমস্যা আছে । মানে গরম হয় আর কি ।
আবার ধরুন আপনি ফ্রি ল্যান্সিং করতে চান কিংবা কিংবা একটু ভারি কাজ যেমন ছোট খাটো গ্রাফিক্স এর কাজ, সেক্ষেত্রেও এসার ( Acer ) কিংবা আসুসের ( Asus ) ল্যাপটপ গুলো নিতে পারেন, কিংবা লেনেভো (Lenovo ), এইচপি (HP) ও নিতে পারেন । দাম পড়বে 35 – 45 হাজার এর মতো মডেল ভেদে । মিনিমান 4GB RAM, Core i3 Intel Processor with 2.5 GHz Processor speed এর ল্যাপটপ গুলো নিতে পারেন ।
আর আরো ভারি কাজ যেমন ভিডিও এডিটিং কিংবা ফটোশপের বড়ো বড়ো PSD নিয়ে কাজ করতে হলে বাজেট বাড়ান, 55K + এ ভালো ভালো ল্যাপটপ পাবেন ।
আশাকরি কিছুটা ধারনা দিতে পেরেছি … ধন্যবাদ …
আমার মতে ভালো মানের ব্র্যান্ড সেটাই, যেটা user- friendly। আমার ল্যাপটপ ব্রান্ড হলো ASUS Zenbook Laptop 13, এটা আমি অনেকদিন যাবত ব্যবহার করছি। আমি এটাতে খুব ভালোভাবেই অফিসের সব কাজ করতে পারি, এছাড়াও গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারি। এছাড়াও আমার আরেকটি পছন্দের ব্র্যান্ড হলো HP Laptop। আপনার চাহিদা অনুসারে specifications পড়ে বেছে নিতে পারেন।