BETA version কি?

Nahian Adnan asked 7 years ago

Beta version কি,এবং কোন কাজে লাগে? google play store অনেক beta অ্যাপ পাওয়া যায়। যেমন google chrome bata,google beta,google maps beta এইরকম আরো অ্যাপ আছে। আগুলি কোন কাজ করে?  


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

Beta Version বলতে বোঝায় ট্রায়াল মুড । অনেক এপ্লিকেশন আছে যেগুলোর আগে ট্রায়াল ভার্সন ছাড়া হয় । সেটা হোক মোবাইল এপ কিংবা কম্পিউটার এর সফ্টওয়ার ।


একটা এপ বা সফটওয়ার বানানোর পর কোন সমস্যা আ্ছে কিনা সেগুলো ব্যবহার কারি দিয়ে টেস্ট করানোর জন্য বেটা ভার্সন ছাড়া হয় । কোন ভুল ত্রুটি ধরা পড়লে ব্যবহারকরীরা  জানিয়ে দেয় ডেভেলপার দের, যাতে সেই  সমস্যাগুলো তারা ঠিক করতে পারে ।

বেটা ভার্সনগুলো যেহেতু টেস্টিং মুডে ছাড়া হয়, তাই পেইড এপ বা সফ্টওয়ার গুলোও ফ্রি ই্‌উজ করা যায় সেই সময় টায় । আসলে আমরা সেগুল ব্যবহার করে App Developer দের সাহায্য ই করে থাকি । যাতে খুজে পাওয়া সমস্যা গুলো তারা ঠিক করতে পারে ।

Beta version গুলো যেহেতু টেস্ট মুডে থাকে, তাই এর দ্বারা ডিভাইস এর কোন ক্ষতি হলে সেটার দায় ভার এপ নির্মাতারা সাধারনত নেয় না । তবে সে ধরনের ক্ষতি হবার সম্ভাবনা খুব কমই থাকে ।

আশা করি Beta version  কি এবং কেন ব্যবহার করা হয় তার ধারনা দিতে পেরেছি । ধন্যবাদ

Your Answer

6 + 9 =

error: Content is protected !!