Computer থেকে উঠার আগে আমরা কি করি?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারComputer থেকে উঠার আগে আমরা কি করি?
Ashad asked 4 years ago

Computer থেকে উঠার আগেComputer থেকে উঠার আগে আমরা কি করি? আমরা কি করি?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

কম্পিউটার থেকে ওঠার আছে আমরা কম্পিউটার এ কি কি করি সেটা নির্ভর করে আমরা কোন কাজের জন্য উঠলাম এবং কতটা সময় পরে কম্পিউটার এ আবার বসবো । আর এটা ব্যবহার কারি ভেবে ভিন্য ভিন্য হতে পারে । আমি ব্যক্তিগত ভাবে যা করি যেগুলো নিচে দিলাম ।


Computer থেকে উঠার আগে আমি যা কি

  • যেথেতু ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি, প্রায় ই আমার কম্পিউটার টি স্লিপ মুডে রাখি, যেক্ষেত্রে কোন প্রগ্রাম ক্লোজ না করে জাস্ট পাওয়ার বাটতে চাপ দেই যাতে কম্পিউটার টি স্লিপ মুডে চয়ে যায় এবং পরে যখন ওপেন করি, সবগুলো প্রগ্রাম পেয়ে যাই লাস্ট যে অবস্থায় রেখেছিলাম সেভাবে ।
  • যদি বেশ কয়েকদিনের জন্য কম্পিউটার ব্যবহার বন্ধ রাখতে হয়, সেক্ষেত্রে কম্পিউটার Shout Down করি । এতে করে কম্পিউটার টি ফুল রেস্ট এ থাকে ।
  • যদি খুব অল্প সময় যেমন ১০ ১৫ মিটিনের জন্য ওঠা লাগে, তাহলে কম্পিউটার বন্ধ বা স্লিপ কোনটাই করিনা । তবে সেটিংস ঠিক করে দেয়া আছে ফলে, স্ক্রিন অটো অফ হয়ে যায় । তবে হ্যা , Windows + L চেপে স্ক্রিন লক করে রাখি ।

 

Your Answer

11 + 10 =

error: Content is protected !!