Windows storage Sense কি এবং কিভাবে কাজ করে ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারWindows storage Sense কি এবং কিভাবে কাজ করে ?
Amanullah asked 1 year ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 1 year ago

Windows Storage Sense কি ?

Windows Storage Sense হল উইন্ডোজ এর একটি সাইলেন্ট এসিসটেস্ট সিসটেম (নীরব সহকারী) যা OneDrive-এর সাথে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে C Drive এর স্থান খালি করার জন্য স্থানীয়ভাবে উপলব্ধ ফাইলগুলি তৈরি করে যা আপনি আর অনলাইনে ব্যবহার করছেন না। এটি Windows 10 এ আছে।


Storage Sense কিভাবে কাজ করে ?

উইন্ডোজ স্টোরেজ সেন্স কম্পিউটার এর অপ্রয়োজনীয় টেম্প ফাইল গুলো অটো ডিলিট করে । এটি ওয়ান ড্রাইভের যে ফাইলো গুলো আপনি ব্যবহার করছেনা , সেগুলোর ক্ষেত্রে শুধু লিংক রাখে আপনার কম্পিউরাট এ । এবং যখন আপনি ব্যবহার করতে চান সেই ফাইল গুলো, সে নেট থেকে ডাউনলোড করে নিয় ।

আবার ওয়ান ড্রাইভের যে ফাইল গুলো কোন এক সময় ব্যবহার করেছিলেন, কিন্তু ব্যবহার করছেন না, সে অটো সেগুলো ডিলিট করে লিংক তৈরি করে আপনার পিসির জায়গা খালি করে রাখে । আবার আপনি যখন সেই ফাইল গুল ব্যবহার করেন, নেট থেকে নামিয়ে নেয় ।

Windows Storage Sense কিভাবে একটিভ করবেন ?

Start এ ক্লিক করে সার্চ বক্স এ লিখুন “Storage settings” এবং এটি ওপনে করে নিন ।

Windows Storage settings

Windows Storage settings

এর পর এটি অন করে নিন, বাই ডিফল্ট অফ থাকে ।

Activate storage sense

Activate storage sense

আরো কনফিগার করতে চাইলে Configure Storage sense or run it now এ ক্লিক করুন ।

Configure storage sense or run it now

Configure storage sense or run it now

এর পর আপনার প্রয়োজন মতো কনফিগার করে নিন।

configure storage sense

configure storage sense

 

Your Answer

18 + 18 =

error: Content is protected !!