অ্যাডোবি প্রিমিয়ার কি এবং কি কাজে ব্যবহার করা হয়

প্রশ্ন উত্তরCategory: টিউটোরিয়ালঅ্যাডোবি প্রিমিয়ার কি এবং কি কাজে ব্যবহার করা হয়
Manik asked 6 years ago

অ্যাডোবি প্রিমিয়ার প্রো কি এর সম্পর্কে জানতে চাই


1 Answers
Imran Hossain answered 6 years ago

অ্যাডোবি প্রিমিয়ার চলমান ছবি বা চলচ্চিত্র সম্পাদনার জন্য ব্যবহৃত অ্যাডোবি কোম্পানির তৈরি জনপ্রিয় সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আলাদা আলাদাভাবে ধারণকৃত শব্দ, চলচ্চিত্র, স্থিরচিত্র, সবকিছুকে একত্রিত করে টিভি বা বিভিন্ন মাধ্যমের জন্য উপযুক্ত করে প্রকাশ করা যায়। এই সফটওয়্যার এর মাধ্যমে অাপনি উন্নত থেকে অারও উন্নতমানের চলচ্চিত্র সম্পাদনা করতে পারেন তারই সাথে ডিজিটাল ইন্টারমিডিয়েট বা color correction এবং color grading করতে পারেন তার কারন এতে নানান LUT লুক অাপ টেবেল রয়েছে যার সাহায্যে অাপনি অাপনার চলচ্চিত্রের color correction করতে পারবেন। তথ্য অনুসারে উকিপিডিয়া


আরও বিস্তারিত জানতে নিচের ভিডিও টিউটোরিয়াল টি দেখুন।

Your Answer

4 + 18 =

error: Content is protected !!