ই-কমার্সের সুবিধাসমূহ কি কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিই-কমার্সের সুবিধাসমূহ কি কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

ই-কমার্সের সুবিধা (Advantages of E-commerce)

  • দ্রুত ক্রয়/বিক্রয় পদ্ধতি, সহজে পণ্য খুঁজে পাওয়া যায়।
  • ব্যবসা পরিচালনায় খরচ কমে।
  • ভৌগলিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহজেই ক্রেতার কাছে পৌছা যায়।
  • কম খরচে উন্নত সেবা প্রদান করে।
  • সহজেই ব্যবসা শুরু করা যায় এবং ব্যবস্থাপনাও করা যায়।
  • পণ্যের গুণগত মান উন্নয়ন করে।
  • স্বল্প খরচে সেবা প্রদান করে।
  • বাহ্যিক সেটআপ ছাড়াই ব্যবসা আরম্ভ করা যায়।
  • ক্রেতা সরাসরি না গিয়ে বিভিন্ন প্রোভাইডারদের প্রোডাক্ট নির্বাচন করতে পারে।


Your Answer

11 + 4 =

error: Content is protected !!